ডুবমেরে ঐ উঠছে আবার।
কালো কালো পানকৌড়ী খাচ্ছে খাবার।
বাবুদের ঐ বড় পুকুরে।
কারা যেন জাল ফেলেছে।
নালার ভিতর বাঁশের খাঁচা।
করিম মিঙার রোজ রোজ মাছকে ধরা।
বৈঠা মেরে আসছে ধীরে।
জেলে পাড়ার দামাল ছেলে।
শীতের বিকেল ঠাণ্ডাও বেশ।
তাজা তরুণদের নেই ভাবলেশ।
জীবনের এই ক্রমেই চলা।
থামলে কিন্তু তুমিই মরা।