জানি মৃত্যু প্রাণের এক অবস্থা মাত্র।
এই তো সবে পৌনে চার ঘণ্টা, হোলাম গত।
সকাল সাড়ে আট টা,ওরা ভাক্তার ডাকলো।
বোদ্যির কথায়, সবাই বুঝল আমি পরলোকগত।
পাড়ার এক দাদা এসে, আমার পি পি ও খুঁজছে।
বার বার আমার বাড়ির সব লোকেদের বোকছে।
সত্যিই বোলছি কারোর চোখে জল আমি চাইনি।
অচেনাদের মুখেও আজ শোকের ছায়া,ভাবিনি।
পাড়ার ছেলে ছোকরার দল এলো আগ বারিয়ে।
আমার জন্য নয়,ওরা এভাবেই আসে এগিয়ে।
বাঁশ,খাট,মালা,ফুল,ধুপ সব এলো।
টাকাটা মনে হয় আমার চিরশত্রুই দিলো।
আমার সাধের গীতাটা না পড়ে,আমারই বুকে?
খুব কষ্ট হল গীতার পরিণতির কথা ভেবে।
দেখলাম মিশনের দু এক জন ও এসেছে।
ওদের কে জেনো, জল মিষ্টি দিচ্ছে।
এবার সেই হরি বোল ধ্বনি উঠল।
কি জানি কারা হাঁফ ছেড়ে বাঁচল?