পাতার বোঁটা না পাকলে খসে পড়ে না।
আকাঙ্ক্ষা পুষে রাখলে মোক্ষ হয় না।
লোভ হইলো ফুয়েল, ধংস অগ্নির নাম।
ক্রোধ, লোভ ও আকাঙ্ক্ষার বলে বলিয়ান।
মোহ কাম হইল জনক হিংসার।
আবার ঐ হিংসা হলো পিতা ক্রোধের।
মোহ ও কামের উদ্যোগ অবশ্যই তখন ভালো।
যখন তার প্রয়োগ কেবল মাত্র সৃষ্টির রক্ষার জন্য।
তবে মানব জীবনের আসল উদ্দেশ্য নিজেকে জানা।
তার মানেই আবার পুরো ব্রহ্মাণ্ড কে ঈশ্বর মানা।