আমি জীবে আবার জড়েও।
আমিই আসল এটা সবাই জানেও।

তাও প্রকৃতির খেয়ালে মাতে আনমনে।
তাই প্রকৃতিই সর্বশক্তিমান  মানতেই হবে।

এইসব ধর্মগুরুদের কে করেছে সৃষ্টি?
তুমিও জান আমি জানি সে একমাত্র প্রকৃতি।

তাই প্রকৃতির কর সদা সম্মান।
প্রকৃতি রক্ষাতে সর্বদা দাও মন।