যতই মারো উপেক্ষার লাথি।
তাও আমি সর্বদা তব সাথে আছি।
অঙ্গীকার রক্ষা করা মোর কাছে ঈশ্বর সম।
কোন অবস্থাতেই যেন না ভাঙতে হয় তপস্যা মম।
মৃত্যু বিড়ালের মত আসিছে গুঁড়ি মেরে পায়ে পায়ে।
কখনো গাড় কখনো ক্ষীণ ছায়া দেখি ক্ষণে ক্ষণে।
হয়তোবা ঈশ্বর তুমি মোরে করিবে আরও অনুর্বর।
হয়তো সাধুর ছোখে আমি তখন আর রব না নির্ভর।
তাও আমি ভাঙবো না প্রতিশ্রুতির প্রতিঙ্গা।
যত দিন হে ঈশ্বর তব চোখে হই ধৃষ্টা।