ওরা ফিরে যায় আর আসে না।
ওরা রক্তাত অবস্থায় পানিও পায় না।
মনবতার জন্য ওরা মৃত্যু বরণ করে।
ওরা চিরতরে বিদায় নেয় কারবালাতে।
আমরা ওদের এই আত্মত্যাগ বিফলে দেব না।
কোন বান্দা আমাদের তাহলে বদনাম করবে না।
মহান নবীর শিক্ষা করবে কারবালার বার্তা প্রচার।
আমাদের দরকার নেই তরবারির খরধার।