কলি কালে গরুর মা তার বাচ্চাদের এত চাটবে,
যে, রক্তপাত গোশিশুর মৃত্যু ঘটাবে।
পাশে বসেও লোকে যন্ত্রের দ্বারস্থ হয়ে কথা কইবে।
নাম টাম কিচ্ছু আর থাকবে না শুধু আই ডি নম্বর থাকবে।
বাচ্চা উৎপাদন আর মানব শরীরের হবে না প্রয়োজন।
ল্যাবরেটরিতেই হবে সম্পুর্ণ চাহিদা মত নবজীবন।
মৃত্যু হবে না প্রাকৃতিক ভাবে।
সবে বহু খরচ করে মৃত্যু কিনবে।