চাই না কেউ জ্বলুক হিংসায়।
চাই শুধুমাত্র সবে সৎ বন্ধুত্বের হাত মেলায়।
শুধুমাত্র জিততে আসেনি কেউ।
অন্যকে জেতাতে হারের আসুক ঢেউ।
পরশ্রীকাতরতা কর্কটের চেয়েও ভয়ানক।
ওন্যের জয়ে আনন্দ, টার্গেট কেমোসম হউক।
যে করবে না কারোর কোন ক্ষতি।
সবাই পাক আজথেকে এই শুভমতি।