ঠাকুর যখন মুচকি হেঁসে,
মা কে প্রশ্ন করেন সরল মনে,
অন্য লোকে বিদ্রূপ করে।
ভাবে পাগল পূজারী নাটক করে।

সহস্রলীলা করেও ঠাকুর ভবা পাগলা সেজে থাকে।
মা আর ঐ ডাক্তার বাবুই তাঁকে গিরিশ ঘোষের মত চেনে।

উনি দেখালেন কেমন করে সংসার করে যোগী থাকে।
নিজের হাতে পূজা করে মা কে পূজীলেন সাধক হয়ে।

লোকশিক্ষা দেবার তরে সর্বধর্ম দেখেন ঘুরে।
সবার তরে তাই বললেন "যত মত তত পথ" ওরে।