চুম্বকের চারিপাশে থাকে অদৃশ্য আবেশ।
ঠিক যেমতি থাকে মানবের জ্ঞানাবেশ।
দুই মেরূ চুম্বকের সব চাইতে শক্তিশালী।
মধ্যবর্তী স্থান টি ভীষণ দুর্বল সেটা জানি।
মানব দেহের সবচেয়ে শক্তিশালী, মস্তক।
আর সবচাইতে দুর্বল স্থান বক্ষ, হৃদয় রক্ষক।
মাদাম কুরী চুম্বকের উচ্চ জ্ঞাণ, করেন অর্জন।
ঠিক তেমনি ধর্মগুরুরা, মোদের শেখান, পাপ বর্জন।