আজ নাকি স্বাধীনতা দিবস।
সব সেই সংগ্রামীদের হাতযশ।
কিন্তু আমি,আমরা কি করছি?
এই মহান দেশের তরে কখনো মরেছি?
এখন শুধু সৈনিকদের ভরসায় দেশ।
আমরা ব্যস্ত শুধু ছড়াতে দ্বেষ।
পতাকা তুলেছো, নিজের ঘরের ছাদে?
কিম্বা সবে মিলে মাঠে,স্কুলে বা ক্লাব প্রাঙ্গনে।
কেউ বলেছে বলে না, শুধু প্রাণ থেকে নিজ ইচ্ছায়।
তিরঙ্গা কারোর নয়, ও যে তোমাকে মাএর দিকে নিয়ে যায়।