এক নকল ফরিরের আস্ফালন 56ইন্চির তরে।
এক গরীব ইসলামের মুর্ছনা ক্ষুধার ফলে।
এক সাধুর অহঙ্কার সে নাকি করেনি সংসার।
এক হিঁদুর কষ্ট তার সন্তানের জবরদস্তি মূর্খতার।
এক জৈন করে অহংকার সে নাকি মারে না প্রাণ।
বিজ্ঞানী জগদীশ বোস তবে কি ভুলে পান মাণ।
এক বৌদ্ধের আস্ফালন তার অদৈত সাধন।
বহুত্ত্ব বাদ না অদৈতবাদ কে বলিবে তত্ত্ব বচন।
আদতে এই প্রকৃতিই প্রকৃত ঈশ্বর/আল্লাহ/মহাবীর।
চক্ষু আর জ্ঞানের সমন্নয়েই খুলিবে বন্ধকরা ইন্দ্রীয়বীর।