,,,,,,,,,,,,মেকি তাও চাই,,,,,,,,,,,
এখনো রুমি আসে অজান্তেই।
চোখ দেখতে পায় না,শুধু মস্তিষ্কেই।
আনন্দদায়ক স্মৃতিতে এখনো ভরেনি মস্তিষ্ক।
ভ্যাগিস্, তা না হলে ওর স্মৃতি,হয়ে যেত বিস্মৃত।
সেই কেষ্টাদের বিড়ি বাঁধা দেখার ছলে ওকে দেখা।
নিম তলার সেই কাঁচ গুলি খেলা দেখার ছলনা।
বন্ধুর বাড়ির উঁচু বারান্দায় তার দাড়িয়ে থাকা।
আজও চোখ খোঁজে,মস্তিষ্কের অজান্তেই তাকে দেখিয়ে যাওয়া।
জানি আমরা প্রকৃত ভাবে মস্তিষ্ক দিয়ে দেখি।
তাও ওকে চোখের দেখা দেখতে চাই হোক না মেকি।