যদি চলে যাও উত্তর আকাশেই থেকো।
আমি রোজ রোজ খুঁজতে পারবো নাকো।
আমি তখন সকালবেলায় ঘুমাবো।
রাতটা শুধু তোমার জন্য রাখবো।
ঈশ্বর আমার চোখটা নিয়ো না আগে কেড়ে।
ওটা চলে গেলে প্রিয়াকে যে না পাবো দেখতে।
তোমার কোনো শাড়ি আমি কাউকে দেব না জেনো।
রোজ কেচে কেচে ঐ ছাদেই শুকোতে দেব।
রান্না নিজে করতে না পারলেও,তোমার ওভেন থাকবে।
আমি জানি আমার জন্য রান্না করতে তুমিই আসবে।
তখনও বাথরুমে গামছা না নিয়ে যাবো।
জানি হাত বারালেই গামছা আমি ঠিকই পাবো।
তখনও মোবাইল বা রুমাল নিতে ভূলে যাবো।
তোমাকে আসতেই হবে, মনে করিয়ে দিতে,"কি গো'।
যদিবা সব ঠিক ঠাক করতে পারিও।
তোমার আকাশের নতুন ঠিকানা টা জানিও।