না এটা ভালো না।
না ওটাও ঠিক না।

এটা পছন্দ হচ্ছে  না।
ওটা মনঃপুত না।

এই জগতে কেউ ভালোবাসার নহে।
আমাকে ভালোবাসা কেবল ভয়ে।

আমি মনে মনে ভাবি আমি বুঝি সবারে ভালোবাসি।
আসলে নিজের দোষ সর্বদা না দেখে অন্যতে খুঁজছি।