আমি আর ডাকবো না,তোমরা এসো।
আমি বোলব না তোমরা গাছগুলো রাখো।
অভিমানে আমার শরীর কাঁপছে আজ।
নির্দিধায় তোমরা কেটে চলেছ সব গাছ।
জল ধারণ,পাখি,তাপমাত্রা,প্রাকৃতিক ভারসাম্য,
ওসব নয় ছেড়েই দিলুম,তোমাদের থেকে এটি কি কাম্য?
তুমিতো জিন্দা মেরেছ কতশত গাছ,পুতেছ কত জানো?
সৃষ্টিতে যদি না থাকে তোমাদের হাত,তালে ঐ নরকেই তোমরা থাকো।
যবে হবে এই ধরা সবুজহীন,তখনো থাকবে তোমাদের সন্তান অতি কষ্টে।
আমি কিন্তু তোমাদের আর ডাকবো না থাকুক তোমার সন্তানেরা মরতে মরতে।