হে সক্রেটিস তোমার কথা পড়ছে আজ মনে খুব।
মুর্খরা আজ মাথায় চেপে সবার মনে দিচ্ছে দুঃখ।

জ্ঞানী যত ছিল দেশে মুখটি বুজে থাকতে হচ্ছে।
জ্ঞানহীন মহান নেতা আজ দেশের হাল ধরেছে।

অর্থনীতির ধারক ,কৃষক ভাই গুলি খেয়ে মরছে সব।
রাজপথের অলঙ্কার হচ্ছে সেই কৃষকের রক্তাক্ত শব।

বিচারক সব পথে নেমেছেন উদ্ধার করতে দেশ।
আইন আদালত মাথায় রেখে মানুষ আজ শুধুই ফেক।