মন্দিরে দেবতা কৈ?
কোথা গেছে হৈ চৈ?

দেবতা যে মানবেতে।
কবে বোঝা যাবে কে জানে?

আল্লাহ্ বা দেবতা।
জেসাস বা বোধিস্বত্ত।
সবাই শুধু মানবের মনস্তত্ত্ব।

যখনি সুযোগ পাবে সেবো জীবে।
জীবের ভিতরেই উনি আছেন জানিবে।