কেমন কোরে ওদের দেশে,
সূর্যিমামা রোজ রোজ আসে।

আকাশগঙ্গার প্রীয় তারা।
সেটাই মোদের সূর্যিমামা।

দূরের বোন প্লুটো সোনা।
বরফে ঢাকা বেশ ঠান্ডা।

রেগে তেতে আছেন শুক্র।
সূর্যের তেজ রোজ যে করেন সহ্য।

বৃহস্পতি সবার বড় ভাই,
পচানব্বই চাঁদের মালা পরা তাই।

শনি কিন্তু রহস্যময় গ্রহ,বলয় দিয়ে ঘেরা জানি।
লাল গ্রহ ঐ মঙ্গল গ্রহ,শুনছি নাকি  আছে লোহার খনি।