।।।।।।।।।।।নব প্রজন্ম।।।।।।।।।।।
তুমি কি পঁয়তাল্লিশ পার?
তা হলে মন দিয়ে শোন এইবার।
এর নিচের বয়সের কাছ থেকে প্রত্যাশা ছাড়।
ওরা দরকার মিটলে তোমাকে ভুলবে মন গড়।
কোন সাহায্য করলে ভাবে ওটা ওদের প্রাপ্য।
জীবনেও আশা করবে না ধন্যবাদ তোমারো কাম্য।
তোমার খেয়ে পরে তোমাকেই করবে জব্দ।
মুখ চলবে না চুপচাপ বন্ধ করে রাখতে তুমি বাধ্য।
বয়সকালে তুমি কাউকে পাবে না, একা করবে আফশোস।
মরও শান্তি পাবে না কারণ,ও তোমারই ভুলের খেসারত।