কাল থেকে দেখছি হাইট অফ আত্মাভিমান।
নিজের পকেট কেটে অপরের পশ্চাদে ধাবমান।

মিথ্যা দিয়ে চললি সারা জীবন।
এখনো হলো না মিথ্যাচারের মরন।

না বুঝে পদে পদে হয়েছ হয়রান।
কাঁড়ি কাঁড়ি রসায়নের গলার্ধকরন।

তখন বিপদে, যে ছিল সংসার ছেড়ে তোর পাশে।
আজ স্বার্থের তরে লাথি মারছিস তারইই মর্যাদাতে।

তবুও বলবো ঈশ্বর সদা ভালো রাখুক তোকে।
পরিবারের সকলে মিলে আগমনী কাটা আনন্দে।