ওরা আজও চোখ বন্ধ করে ঘুমিয়ে।
বিড়াল বা কুকুরের বাচ্ছার সঙ্গে তাল মিলিয়ে।
অপেক্ষা করছে চেটে মা চোখ ফোটাবে।
অথচ জানে না যে রাজা মা'র জিব কেটেছে।
ভাবছে কংস রাজা সবাই কে পারবে হারাতে।
প্রহ্লাদ কিন্তু একটা দুইটা করে হলেও বাড়ছে।
কাবার মাঠের মতো জল না পেয়ে শুকিয়ে মরবে।
কেউ বা জমানো চুরির টাকা আনতে বিদেশে ছুটবে।
যতই করুক কিছুতেই পাবে না জনমতের ছাড়।
ভূললে হবে? অধর্ম পারবে না ধর্মকে জেতার।
যদি বা কলির আসুরিক শক্তি করে বিস্তার।
কালরূপী সময়ের হাত থেকে পাবে না নিস্তার।