বিজ্ঞানের বিজয়কেতন উড়ছে চারি দিক।
কজন জানে আমাদের বিস্মৃতিতে স্বর্ণময় অতীত।

রামায়ন মহাভারত এসব নয়তো শুধু গল্প।
উপনিষধ ভাগবত বেদান্ত এসব কেউনয় অল্প।

জীবনে না দেখিলে গরু,পারিবে তার বর্ণনা দিতে?
তেমনি বহু কল্পবিজ্ঞান সম বর্ণনা আছে এসবেতে।

বিজ্ঞানের ছাত্র মম তাও আজি করি অনুরোধ।
স্কুল থেকেই শুরু হোক এসব পাঠের সুযোগ।