ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা।
সন্ধ্যাবেলার প্রদীপ দেওয়া,ঐ দেখা যায় তুলসী তলা।
রাত বাড়লে বাঁশ বাগানে কচড় কচড় করছে কারা?
ঘোষ পারাতে কাদের বৌ ল্যাম্পো নিয়ে কেন কল তলা?
দরগার থানে ঝাঁট দিল কে?ওপাড়ার ঐ মৌলবি না?
যেমন করে নেতায় মোছে আমতলার ঐ কালিবেদি টা।
ঝিঝি পোকার একটানা ডাক,তালা লাগলে লাগুক কানে।
টেনশনের এই দুনিয়াতে ভাই এটির অনেক আছে মানে।