জার্মানির ফ্রাঙ্কফুর্টে ক্যথ্রীডালের ম্যাকডোনাল্ড শপ।
হিসি করতে লাগে মিনিমাম 150টাকার ঢপের চপ।
তাপমাত্রা 34 ডিগ্রী সেন্টিগ্রেডের মত।
ঘামের চিহ্ন মাত্র নেই যেন।
কটিপতিদের শহর এই ফ্রাঙ্কফুর্ট।
মধ্যবিত্তদরা এখানে ব্যাকফুট।
এরপর যেতে হবে ব্লাক ফরেস্টের দিকে।
রৌদ্র পড়ে নি বহু কাল ধরে।
তারপর রাইম নদী ক্রুজে পার।
মানুষের ভীড় এখানে পাবে বারবার।