এল থ্রীএর ব্যচের মোরা ধন্য শিক্ষার্থী।
রানু দিদির কাছে মোরা রোজ গীতা পড়ি।

ওনার সুরেলা কণ্ঠে শুনি প্রীয় গীতার গান।
তার সঙ্গে প্রণাম করি সব টেকনিক্যাল টিম গন।

আরও আছেন গুরুত্বপূর্ণ যত প্রশাশনিক জনে।
সবার চরনে প্রণাম করি এই উৎসবের শুভক্ষণে।


আজ এই শুভ দিনে জানাই সবে বিজয়ার সশ্রদ্ধ প্রণাম।
প্রথমেতে পূজ্য মহারাজ জী,তার পরে সকল মহা মানব মানবী গন।