কল্পনা দিদি মোদের শেখান গীতা।
ওনার মত শেখা অত সহজ না।
ওনার অফুরান প্রচেষ্টা করেছে মোরে অভিভূত।
এই প্রকার সব কর্মকর্তী সরকারের পক্ষে যথার্থ।
ওনার দশ শতাংশও আনতে পারে দেশে সত্যযুগ।
আমৃত্যু ভোলা যাবে না ওনার ঐশ্বরিক কণ্ঠ শোনার শুখ।
জীবনে বহু টিচার ও প্রফেসর দেখলাম।
এডভান্স মেশিনের ডঃ শঙ্কর সেনের পর ওনাকেই পেলাম।
সারা জীবন অদৃশ্য বিদ্যুৎ নিয়ে পড়লাম।
এখন গীতা পড়ে সত্যিই বহু আনন্দ পেলাম।
গীতা পরিবারের এই মহান ক্রীর্তি ছড়াইতেছে দেশ দেশান্তরে।
পূজনীয় মহারাজ জীর চরনে প্রনমি অন্তকরণে।