।।।।।।।।।।।বন্ধুত্ব।।।।।।।।।।।।।।
বন্ধু ততদিন বন্ধু থাকে।
হিংসে যতক্ষণ তাতে না ঢোকে।
এই ভাইরাস কর্কট সম।
একবার ঢুকলে শেষ যেন।
আর এক জীবাণু আসতে পারে।
ধার করা রোগ যদি কাউকে ধরে।
বৌ যদি হয় অনেক ছোট,
বন্ধুদের সব হারাবে যেন।
আছে আর এক ভীষণ বিষ।
ওটা হল ঘুষের শুরু যদি করে দিস।
জুয়া যদি যে কেউ ধরে,
আর এক বন্ধু সরে যাবে।
নেশা করলেও করতে পার।
ওতে বন্ধুত্ব অনেক সময়ে হয় প্রগাড়।
সত্তোরের কোটায় যদি বন্ধুত্ব টেঁকে,
জানবে সেটা সেট হয়েছে স্বর্গ থেকে।