এ এক অদ্ভুত অদৃশ্য অসুরের আগমন।
কাম বা ক্রোধ বা মোহ রূপে শয়তান।

একে জয় করা নয় তো সহজ কাজ।
তীব্র বৈরাগ্য রূপ শস্ত্রে হানতে হবে আঘাত।

এতো নয় আমার কথা।
এ শত সহস্র বছরের বেদের গাথা।

চাইলে অনুধাবন করিতে পারো গীতাতে।
এর জন্য পড়তে হবে পঙ্চদশ অধ্যায়ের শ্লোককে।