আমি পুরুষ আমিই নারী সৃষ্টিকারী।
যদিও ধার চাই এক নারী মাতৃরূপী।

সব আমি নই নারীভোগী ধর্ষক।
অনেক পুরুষ আমি মাতৃশক্তির সমর্থক।

অনেক আমিকে আজও নারী হৃদয় দেয়।
সব পুরুষ খারাপ হলে ভালোবাসার কি মানে হয়?

সব আমি নারীত্বের করিনা অবমাননা।
পুরুষ মানেই কি নারীদের কাছে বিরম্বনা?

আজও পুরুষ নারীকে ভালোবেসে নীরবে কাঁদে।
তারা সবকিছুই ছাড়তে পারে নারীদের সম্মানার্থে।