ওটা ফাঁকা শুধু মায়াময় আকর্ষণ।
তবু কেন ছোটে তার পিছে সর্বক্ষণ?
মহাকালের কাছে নগন্য সময়।
তবু কেন মনে হয় চলুক সবসময়?
আনন্দের অভিব্যক্তিও মিথ্যা।
কারণ নাটক করা ওদের এক বিদ্যা।
এই রঙ্গমঞ্চে শুধুমাত্র নাটক করে অনেকে কাটায়।
আলো দেওয়া,হাত তালি,প্রসংশা এটা কি তাদের মানায়?
কেউ শুধু একটু প্রসংশার কাঙাল।
অবহেলা করে ভান করে দালাল।