সেটি ছিল ঝড়ের রাত্রি।
সবাই ছুটছে, বাড়ির যাত্রী।

ইস্টিশনের শেষ গাড়ি, অপেক্ষায়।
সবাই ঊর্ধ্বমুখী ছুটছে, লৌহ সকট ধরার দায়।

অনিমেষ একলা চুপ করে, তখন বসে স্টেশনে।
তার মন যে তখনো জ্বলছে সৌরঝড়ের নেশাতে।

স্বাতী আজ পরিস্কার করে দিল, সে অনিমেষের নয়।
তার নরম মন বহুদিন থেকেই সৌরনীলের নিশানায়।

প্রবল ঝড় এখন পৃথিবী কাঁপাচ্ছে।
সরল সৌরনীল অনিমেষকে কাঁদাচ্ছে।