চিকিৎসা দিবসে নমি সব চিকিৎসকে।
জ্ঞানদ্বারা ফিরায়ে আনেন সুস্থ জীবনে।
এই বিজ্ঞান প্রাণী জগতের কাছে আশির্বাদ।
তার সাথে এখন মিলছে "এ আই" এর চমৎকার।
অধুনা সমাজের কিছু শতাংশ যদিওবা অতি সচেতন।
সিলেবাসে আনতে হবে শরীর বিজ্ঞানের পাঠ শুরুতেই, এই হোক বিধান।
কাউন্টার থেকে ঔষধ কিনে লোকে খায় মুঠো মুঠো এখনো।
মাঝেতেই এন্টিবায়োটিক ছাড়ে শিক্ষিত জনেও।
ঔষধ ফেলে দেয় মূর্খের মত যত্র তত্র।
বোঝে না এর পরিণাম ভয়ংকর প্রতিরোধযুদ্ধ।
অব্যবহৃত এন্টিবায়োটিকের কর সঠিক ডিসপোজাল।
তা না হলে ভবিষ্যতে ঐ এন্টিবায়োটিক রচিবে মায়াজাল।
এ আই= আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স।
[7/1, 8:15 PM] কৃত্তিম বুদ্ধিমত্ত্বা