তোমরা হলে শহরের পোলা।
স্টাইল মেরে ওড়াও টাকা।
বাব জান আর আম্মুর জানের কেয়ার কর থোড়াই।
সাদি করে বিবিরে লয়ে ফ্লাটে চলে জাবাই।
টেরটি পাবা হলে পোলাপান।
উচিৎ শিক্ষা খোদাই দেখান।
মাটির মানুষ মাটির ধরম।
সবই টেরটি পাবা যার যেরম করম।
আল্লাহ্ বা ঈশ্বর বা গড্ যাহাই বল।
বাবা/আব্বা আর মা/আম্মু ই এ জগতের সবচেয়ে বড়।
পারলে তাঁদের দোয়া নিও।
জীবন দিয়েও সেবা কোরো।