রতন এক ডেলিভারি বয়।
হিম্মত আছে তাই নেই কোন ভয়।
লোকে কি বলবে, ধারে না ধার।
সুষ্ঠ জীবনের জন্য,এটাই প্রকার।
সবাই যখন দুশছে রাজ্য বা দেশ কে।
তখন বিচক্ষণতার পরিচয় দেয় রতনের মত অনেকে।
এই একাকিত্বের শহরে রতনরাই দিচ্ছে জীবন।
আহ্বান করি নারীদেরও,দিক ওদের একটু সম্মান।
এই চাটুকারিতা আর চৌর্যের কালে রতনরাও পারিবার পাবে।
এই আশা বুকে বেঁধে এখনো অনেক রতনকে ভালোবাসি মনে মনে।