'''''''''''''':::::::বয়সের ভারে পরাজিত ''''''''''''''''''''''''
বয়সের ভারে মন আর যজ্ঞ না করে।
ঘৃতাহুতি দিবাতরে দেহ দেবঘৃত মাঙ্গে।
শুদ্ধ মনন শক্তি মূলাধর হ্য়ে নাভি হইতে সহস্রদলে করে ধাবন।
ইহা অনুধাবিতে অতিবাহিত হয় কত শত রাত্রি নিঃশয়ন।
ঈরা পিঙ্গলা ছুটে মরে হেরে ভূত হয় জড়াভারে।
বৃদ্ধ শরীর উন্মত্ত্ব বৃষের ন্যায় জ্ঞান মনন ছোটে।
এই প্রতিযোগিতায় অহরহ সৎ বিদ্যারই হয় জয়।
অসৎ কল্পিত ও নির্গুণের রোজ হয় ঘোর পরাজয়।