মঠের ঘন্টাটা সমানে বেজে চলেছে।
শিতের সন্ধ্যায় সবাই ঘরে ফেরার ব্যস্ত হয়েছে।
একজন তখনও বসে আছে কখন কাজ শেষ হবে।
কাজ কি সহজে শেষ হয়, সে তো লেগেই আছে।
বাচ্চারা মাঠ ছেড়ে ছুটছে মন্দিরতলায় পার্থনাতে।
সন্যাসীরা একে একে জড়ো হচ্ছেন আনন্দেতে।
কে বলবে দুদিন আগেও মা সপরিবারে ছিলেন হেথায়।
এখনথেকে মা আমাদের সকলের মনের মনিকোঠায়।