দখিনের ঐ পুকুর পারে।
সুপারির এক গাছ আছে না?

সেদিন এক মেঘলা দিনে।
বাজ পড়িল ঝলক দিয়ে।

চোখ ধাঁধানো আলোর তেজে,
চারিদিক সব গেলো ঝলসে।

বেচারা ঐ সুপারি গাছ।
এখনো তেমন দাঁড়িয়ে  আজ।

পোড়া পাতা মাথায় নিয়ে,
এক পায়েতে খাঁড়া আছে।

সেদিন দেখি কাঠঠোকরা,
ঠুকছে ওটার শুকনো পা টা।

বাসা বানানোর তাগিদে আজ,
শুকনো গাছই আজ সম্বল তার।