সময় চলিয়া গেলে আর আসে না ফিরে।
আত্মা চলিয়া গেলে দেহ না নড়ে চড়ে।
চক্ষু মুদিলেই তবে অতল অন্ধকারে দৃষ্টি পাবে।
আত্মাহীন চক্ষু কিন্তু কিছুই না অনুধাবিতে পারে।
আত্মা বা সময় একই মাত্রার দুই ভিন্ন রূপ।
এরাই পরিবর্তন করে স্থুলতার জীবন্ত রূপ।
সময়ে ছাড়া কোন বস্তুর গুণ কিছু নাহি থাকে।
আত্মাহীন মানবেরে নির্বোধেও মৃতদেহ বলে।