কলকে গাছের ডগা ভেঙেছে আজ এক জনি।
উনি ভেবেছেন কেউ দেখেনি কিন্তু আমি দেখেছি।

হলুদ কলকে ফুলের রঙে যখন মাতবে গলি।
সে বাদে সবাই পাবে এইটাই বলি।

বাবার ফুল গাছটি দিলেন ভাক্তার দিদিমনি।
না বুঝে ডগা ভাঙলেন সেও এক দিদিমনি।

সবার কাছে মোর একটিই নিবেদন।
ধরা বাঁচতে দয়া করে গাছ রক্ষা করুণ।

তবে যদি কারোর অভিযোগ হয় জমি দখল করার।
মচাৎ করে না ভেঙে টেনে থাকলো বাঁধার অধিকার।

গাছ থাকলে আসবে পাখি কমবে পতঙ্গের উৎপাত।
ফুল আর অক্সিজেন পাবে সবাই নির্ঘাত।

শেষে আমি সবার কাছে করজোড়ে করি নিবেদন।
পরপ্রজন্মের তরে রাখুন নির্মল বাতাবরণ।
🙏🙏🙏🙏🙏