ক তে ক্রোধ বিষর্জন।
খ তে খাদ্য চয়ন।
গ তে গান শুনুন।
ঙ তে ব্যাঙের ডিগবাজি ছাড়ুন।
চ তে চাহিদা ছাড়ুন।
ছ তে ইচ্ছা প্রশমন।
ঝ তে ঝেটা মারুন যত অহংকার।
ঞ তে পরের বোঝা নিতে শিখুন।
ত তে তুমিই/তোমরাই সব ভাবতে হবে।
থ তে থামার সময় জানতে হবে।
দ তে দাণ করতে হবে গোপনে।
ন তে নমষ্কার করা অভ্যাস করুন।
প তে পরিষ্কার মন আধার ভালো।
ফ তে ফেরার দিনের কথা ভাবুন।
ব তে ব্রহ্ম জ্ঞান সন্ধান করুন।
ভ তে সংসার বন্ধন কাটাতে হবে।
ম তে মায়া শুধু প্রকৃতির জন্য হবে।
য তে যত মত তত পথ।
র তে রম্ভা সুন্দরী মনকে করতে হবে।
ল তে অবতার লীলা অনুধাবিতে হবে।
শ তে শবে পরিনতি মানতে হবে।
ষ তে পুরু"ষ" প্রকৃতিতেই মানতে হবে।
স তে ওঁ তৎ "সৎ" কে না জানে।
হ তে হুঁশ কিন্তু সবার রবে।