আমি তোমাদের কম্পিউটার।
আমার কিবোর্ডে তোমাদের কারবার।

আমার মনিটার থেকে সরাতে পারো না চোখ।
আমার সি পি ইউ হৃদয় সব কিছু কাজ করছে রোজ।

পাশে আমার সঙ্গী প্রীন্টার বা মুদ্রনযন্ত্র।
সেই কেবল দেখাতে পারে মোর সকল কর্ম।