ওহে আমার বন্ধুরা এসো আজ,
শেয়ার করি কিছু নিত্যবিজ্ঞানের কাজ।
কখনো সাধারণ তার দিয়ে ফিউজ হয় না।
বাজার থেকে অতি কম দামে এনো ফাউজ হ্যাঁ।
এটা তামা বা এলুমিনিয়মের হবে না।
এটা টিন আর সীসার সংকর ধাতুর হ্যাঁ।
মেন সুইচে লাগাবে 25 এমপিয়ারের ফিউজ।
সুউচ বোর্ডে মাত্র 5 এমপিয়ারের হউক।
মেন সুইচ হবে "ফিয়ুজ সুইচ" টাইপ মনে রেখ হ্যাঁ।
কখনোই "সুইচ ফিউজ' টাইপ না।
ফিয়ুজ-সুইচের দাম বেশি হলেও নিও।
চিন্তা নেই, ভালো ইলেকট্রিকের দোকানদার সব জানে।
শুধু মনে করে তোমাদের বলতে হবে।
আর দয়া করে স্পেসিফিকেশনটি দেখতে হবে।
কোন ঘরের সুইচ বোর্ডে ইন্ডিকেটিং ল্যাম্প থাকবে না।
রান্নাঘরে ও বাথরুমে কোন সুইচ বোর্ড লাগবে না।
জিরো পাওয়ারের বাল্ব কোথাও লাগবে না।
কারণ আজ পর্যন্ত জিরো পাওয়ার হয় নি হবেও না।
ওটি তোমার জৈব ঘড়ি কে করবে পুরো ধংস।
রাতে ঘুমোলে ক্ষয়প্রাপ্ত দেহকোষের পুনঃপ্রকাশ নষ্ট।
আলো জ্বেলে ঘুমানোর অভ্যাসটা ছাড়ো।
অতি মুল্যবান জৈবঘড়িটির সংরক্ষণ কর।
খেতে খেতে জল পান জানবে মূত্যুর সমান।
সব খাদ্য বৃথা যাবে, দেহতে কিছু না রবে, কেমন।
লাগিলে গ্যাসেতে আগুন দরজা খোল সর্বপ্রথম।
জানালা দিয়ে বেরোবে না গ্যাস,ও ভারী তাই তলে গমন।
ছোট বাচ্চা বা রীতুবতি মেয়ে, থাকবে না এল ই ডি আলোতে।
অন্যথায় ব্যবহার কর এল ই ডির টিউব বা আলো।
মাইক্রোওভের ঘুরন্ত ডিসে ধারে রাখ দ্রুত হতে।
রেফ্রিজারেটরের থার্মোস্টাট মিনিমাম শীত কালে।
##############################
ফিউজ-সুইচ টাইপের মেন সুইচে ফিউজ ও সুইচের পাতগুলি এক সাথে মুভ করে।