না হয় কালকে এসো না।
তবে আজ তোমার শীঘ্রই যাওয়া হবে না।
অনেক দিন পরে এলে এবার।
আজ বলেবে না কথা যাবার।
তোমার পথের পানে বসে থাকি শুধু।
যদি তুমি আসো দিন টা হয় যেন মধু।
মনের উচাটন পুরোপুরি যায় কমে।
তুমি যে স্নিগ্ধতা নিয়ে আসো ভরে।
শুধু আমি কেন ছোট গুল্ম থেকে মহিরূহ পর্যন্ত।
তোমার স্নেহের বারিধারায় পায় আনন্দ অফুরন্ত।