কিচ কিচ করে ডাকে ভোরের পাখি।
আমি ভাবি আজ কি দেরি হল নাকি?

সকালেতে ধরে ঘুম ওঠা মুশকিল।
ছোটো হলে বাবার হাতে নিশ্চিত কিল।

লাভা মাজনে দাঁত মেজে উঠানেতে বসা।
কাঁদো কাঁদো মুখ করে বই খাতা খোলা।

গণিত নিয়ে বসলেই,ঘুমানোর সুজোগ পাই।
অঙ্ক ভাবার ভান করে তুলবোই হাই।

ব্যাস, তাতেই বাবার চোখ করত আকর্ষণ।
বকা দিয়ে বলতেন চোখে মুখে জল দিয়ে চাই পদ্মাসন।

ফ্যাক্টরির বাবুরা সব সাইকেলে অফিসেতে যেত।
তাই দেখে ভাবতাম যদি ওদের মত চাকরিটা হোত।

চাকরিকালে ভাবতাম কবে রির্টায়ার হব?
পায়ে তে পা দিয়ে পেনশনে খাব।

তাও হল,শান্তি নাই,নানান রোগের ডিপো।
সি জি এইচ এসে লাইন দেই ফ্রী ঔষধ পাবো।
(সি জি এইচ এস= সরকারি চিকিৎসা )

দিন নেই রাত নেই মোবাইল আর বই ঘাঁটি।
ছেলেবেলায় মার খেয়েও পড়াশোনা তে ছিল আড়ি।