তোমরা কখনো একটি ছোলা কাছ থেকে দেখেছ?
সামান্য একটি বীজ কি অফুরান ক্ষমতা দেখলেই মজেছ।
নরাধমে ভাবে মাত্রীযোনির সম গঠন তাই ইহার ভক্ষণের অশ্বসম বল আসে দেহে।
যোগীর ভাবনা ইহা ব্রহ্ম বীজ তাই এত বল ধরে ভিতরে।
মাতৃগর্ভে ক্যালসিয়াম ও মগজ থেকে আসা জৈবিক বিদ্যুতের প্রবাহ একত্রে শুরু করে ভ্রুনের হৃৎস্পন্দন।
তাইতো গর্ভকালীন মায়েদের ক্যালসিয়ামের খুবই প্রয়োজন।