বুকের গভীরে পচণ্ড যন্ত্রণা।
মা না হলে বোঝা যায় না।
কল্পনা থেকে হয় শুরু হয়।
তার পর অসহনীয় প্রসব যন্ত্রণার ভয়।
তার পর সন্তানের লিঙ্গ নিয়ে চিন্তা।
কি জানি কে কি ভেবে বসে থাকে জানি না।
এর পর সারা জীবন সন্তানের চিন্তায় চিন্তিত।
সবার সঙ্গে যুদ্ধ করেও শুধুমাত্র তার কারণেই জীবিত।