আজ সকালে টগর গাছে গিরগিটি দেখলাম।
তখন গাছের ডালে সেঁটে ছিল তাই ওকে ধুসর দেখলাম।
কিছুক্ষণ পরেই ও চলে এল পাতায়।
নিজেকে অদ্ভুত সবুজ করল তথায়।
ভাবছিলাম আমি যদি এই ক্ষমতা পেতুম।
পরীক্ষার হলে সাদা খাতার রং ধরতুম।
খাতা হয়ে হলে ঢুকে সবাইকে উত্তর বলে দিতেম।
কেবল সব অজানা, সিলেবাস বহির্ভুতর উত্তর করতেম।
এতে কিছু অসাধু মাষ্টার হত বেশ ভালো জব্দ।
প্রাইভেটে তাঁর কাছে না পড়লেই ফেলের কষ্ট?
আবার মাঠে ধরতুম একদম সবুজ রঙা ঘাস।
দেখতাম তোরা কি ভাবে আমারে খুঁজে পাস।
আমি ফাঁকি দিতে চাই ঐ সব দুষ্টু লোকেদের ঝুন্ডকে।
যারা ভরং করে কিছু মানুষেরে কষ্ট দিতে চায় নিজ ফয়দার জন্যে।