বস্তাপচা ভাঙ্গা মন্দিরে কি যায় না লোক?
না কি দেবতার ঐ স্থানের মহত্ত্বই, আসল ভোগ?

আত্মারূপী ব্রহ্মের বাস,সকল শরীরে।
তবে সবাই কেন ছোটে,সুন্দর শরীরের পিছনে?

সমস্ত শরীরের কাজ, একমেবাদ্বিতীয়ম আত্মার ধারন।
হোগ না ভাঙ্গা মন্দির সম শরীর, সেই  একই কাজ ধারন।