----------সুন্দরী রূপসার সেতু--------------

কংক্রিটের ঝকঝকে আরশির মত রাস্তা।
দুই পাশে মোহময়ী সবুজের সমারোহে ভরা।

প্রায় পাঁচ-সাত মিনিট পরে এল, সেই রূপসার সেতু।
অসাধারণ প্রযুক্তিতে তৈরী, রূপসা পার করার হেতু।

মনে হয় সুন্দরী রূপসার, সীথিত ঝুলছে এক টিকলি।
কানে ভাসছে, রূপসা বলছে, কি ভারতীয়,দেখলি?

অহংকারী নদী যেন আজ, মোহময়ী রূপ ধরেছে।
রাতে দেখলে, আজীবন মনে গেঁথে থাকবে।

এত সুন্দর রাস্তায় আমি, বহুকাল করিনি গমন।
মিষ্টি বাংলাদেশের এ এক, অপরূপা ধরন।